আজ বাংলায়: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১,১৭০, মৃত ২৯
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Dec 2020 10:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারম্যান অর্ধেন্দু মাইতি। এইচডিএ-র ভাইস চেয়ারম্যান হলেন সাধন জানা। এর আগে এইচডিএ-র চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। এর আগে ভাইস চেয়ারম্যান ছিলেন ফিরোজা বিবি। হলদিয়া উন্নয়ন পর্ষদের নতুন কমিটিতে দিব্যেন্দু অধিকারী। কমিটিকে রাখায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন দিব্যেন্দু। এমকেডিএ-র নতুন চেয়ারপার্সন শিউলি সাহা। মেদিনীপুর-খড়গপুর উন্নয়ন পর্ষদের নতুন চেয়ারপার্সন। আগে এমকেডিএ-র চেয়ারম্যান ছিলেন মৃগেন মাইতি। মৃগেন মাইতির মৃত্যুর পরে দায়িত্বে শিউলি সাহা।
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ায়, রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন সৌম্যেন্দু অধিকারী। চক্রান্তের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারীর ভাই। যদিও তা মানতে নারাজ তৃণমূল। অন্যদিকে সৌম্যেন্দু অধিকারীর অনুপস্থিতিতেই দায়িত্ব নিলেন নতুন প্রশাসক।
নন্দীগ্রামে তৃণমূলের নিশানায় পুলিশ ও বিজেপি। উর্দিধারীদের বিরুদ্ধেই তল্লাশির নামে হেনস্থা ও ভাঙচুরের অভিযোগ তুলেছে তৃণমূল। পুলিশ পৌঁছনোর আগে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাণ্ডব চলেছে। পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ১৭০। রাজ্যে একদিনে করোনায় ২৯ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৯২। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৮ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৬%।
কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ায়, রাজ্য সরকারের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করলেন সৌম্যেন্দু অধিকারী। চক্রান্তের অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারীর ভাই। যদিও তা মানতে নারাজ তৃণমূল। অন্যদিকে সৌম্যেন্দু অধিকারীর অনুপস্থিতিতেই দায়িত্ব নিলেন নতুন প্রশাসক।
নন্দীগ্রামে তৃণমূলের নিশানায় পুলিশ ও বিজেপি। উর্দিধারীদের বিরুদ্ধেই তল্লাশির নামে হেনস্থা ও ভাঙচুরের অভিযোগ তুলেছে তৃণমূল। পুলিশ পৌঁছনোর আগে, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তাণ্ডব চলেছে। পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ১৭০। রাজ্যে একদিনে করোনায় ২৯ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, মৃত্যুতে উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ২৯২। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনায় ৮ জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার ৯৬%।