Aj Banglay : পার্কস্ট্রিটে হামলাকারী জওয়ানকে নিরস্ত্র করার অপারেশনে ২৩ কম্যান্ডো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Aug 2022 10:51 PM (IST)
ভর সন্ধ্যায় পার্ক স্ট্রিটে জাদুঘরে সিআইএসএফ ব্যারাকে গুলি, একজনের মৃত্যু। গুলিতে নিহত এএসআই রঞ্জিত সড়ঙ্গী, আহত অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সুবীর ঘোষ। হামলাকারী হেড কনস্টেবল অক্ষয় কুমার মিশ্র গ্রেফতার। হামলাকারী হেড কনস্টেবল ওড়িশার ঢেঙ্কানলের বাসিন্দা । হামলাকারী জওয়ানকে নিরস্ত্র করার অপারেশনে ২৩জন কম্যান্ডো।