আজ বাংলায়: মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবারাণসী (Varanasi) থেকে ফেরার সময় মাঝ আকাশে মুখ্যমন্ত্রীর বিমান-বিভ্রাট। কলকাতার আকাশে ঢোকার সময় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমানে ‘বিভ্রাট’। এয়ার টার্বুল্যান্সে পড়ে হঠাৎ নেমে আসে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বিমান। রুট ক্লিয়ারেন্স নেওয়া হয়েছিল কিনা, জানতে চান ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, জানা যাচ্ছে সূত্র মারফত। হঠাৎ বিমান নেমে আসায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ‘রুট ক্লিয়ারেন্স ছিল, কিন্তু আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে বিভ্রাট’, মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের। নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে।
এদিকে, ইউক্রেনে ফের সাধারণ নাগরিকদের বাড়িতে হামলা। রুশ সেনার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। ইউক্রেনের (Ukraine) ওপর রাশিয়ার আক্রমণ বন্ধ না হলে আরও কড়া নিষেধাজ্ঞা, জানাল জি-৭-এর অন্তর্ভুক্ত দেশের বিদেশমন্ত্রীরা। পুতিনকে ফোন জার্মানির চ্যান্সেলরের। ‘ইউক্রেনের সঙ্গে শত্রুতা বন্ধ করুন, সাহায্য করুন’, পুতিনের কাছে আবেদন জার্মানির চ্যান্সেলরের। এই সপ্তাহের শেষে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তৃতীয় দফার আলোচনার সম্ভাবনা। জেপোরিজিয়ায় ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা। ‘অবিলম্বে সেনা প্রত্যাহার করুন পুতিন’, হামলার নিন্দা করে প্রতিক্রিয়া ন্যাটোর সেক্রেটারি জেনারেলের। ‘প্রতিবেশী দেশের প্রতি কোনওরকম খারাপ উদ্দেশ্য নেই’, জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ায় নতুন পণ্য বিক্রি ও পরিষেবা দেওয়া বন্ধ করল মাইক্রোসফট, এএফপি সূত্রে খবর।
প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। তাঁদের মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, ইউক্রেন সীমান্ত না পেরনো অবধি ভারতীয় দূতাবাসের তরফে কোনও সাহায্যই মেলেনি। এদিকে শুক্রবার উত্তরপ্রদেশের ভোটপ্রচারে প্রধানমন্ত্রী দাবি করেন, ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে দিনরাত কাজ করছে নয়াদিল্লি। পাল্টা আক্রমণ বিরোধীদের।