আজ বাংলায়: প্রাণঘাতী হামলার এক মাস পরে হাসনাবাদে বাবু মাস্টারের রোড-শো
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রাণঘাতী হামলার এক মাস পরে উত্তর চব্বিশ পরগণার হাসনাবাদে বাড়িতে ফিরলেন বাবু মাস্টার (Babu Master)। ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে এলাকায় ফিরেই রোড-শো করলেন বিজেপি নেতা। যদিও বাবু মাস্টারের রোড-শোকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। গায়ে তারকা তকমা। কিন্তু তা বুঝতে দিচ্ছেন না কেউ। বিজেপি-তৃণমূল-বাম সব দলের তারকা প্রার্থীরাই প্রচারে বোঝাতে চাইলেন তারা ঘরের লোক। কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। লালা-ঘনিষ্ঠ কয়লা ব্যবসায়ী রণধীর সিংহ-কে অন্ডালের কাজোড়া এলাকা থেকে গ্রেফতার করল সিআইডি। দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি বেআইনি কয়লা খনিতে যান সিআইডি-র তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সিআইডি সূত্রে খবর, কয়লা পাচারে এলাকা ভাগ করা ছিল। মূলত নিউ কাজোড়া এলাকায় বেআইনি খনি থেকে কয়লা তুলে বাইরে পাচার করতেন ব্যবসায়ী রণধীর সিংহ। সিআইডি-র দাবি, খনি শ্রমিকদের কাছ থেকে তাঁর নাম জানা যায়। তল্লাশি অভিযান চলাকালীন গা ঢাকা দেন রণধীর সিংহ। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পেয়ে হানা দেন সিআইডি-র গোয়েন্দারা। কয়লা পাচারে অভিযুক্ত ওই ব্যবসায়ীকে বাড়ি থেকেই পাকড়াও করা হয়।