আজ বাংলায়: Dilip Ghosh-র লোকসভা কেন্দ্রে ফের BJP-তে ভাঙন, জোড়ফুলে যোগদান বুথ সভাপতির | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় আসতে চাইলে এবার কারণ জানতে চাইব। সংঘাত আবহে রাজ্যপালকে (Jagdeep Dhankhar) কড়া বার্তা দিলেন বিধানসভার স্পিকার (Biman Bandyopadhyay)। আর এনিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতার মতো কথা বলছেন স্পিকার। আক্রমণ করে মন্তব্য সুকান্ত মজুমদারের। জবাব এসেছে শাসকদলের তরফেও।
এক সপ্তাহের মধ্যে দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্রে ফের বিজেপিতে ভাঙন। এবার তৃণমূলে যোগ দিলেন বুথ সভাপতি। বিধায়ক-সাংসদ কোন্দলে নাগরিক পরিষেবা না পাওয়ার প্রতিবাদ জানিয়ে দলত্যাগ, দাবি তৃণমূলে যোগদানকারী নেতার। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
‘অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) রাজনৈতিক বিনোদন ছাড়া কিছুই নয়। অনুব্রতর ফেস ভ্যালু নেই বলে তাঁকে ভোটে দাঁড় করায় না তৃণমূল', বীরভূমের তৃণমূল সভাপতিকে আক্রমণ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। পাল্টা তীব্র কটাক্ষ অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, "কে জিতেন্দ্র তিওয়ারি? ও তো মোষ! মোষের সম্বন্ধে কী বলব?"
বিতর্কের মধ্যেই দলের হয়ে পুরপ্রচারে নামলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি (BJP) বিধায়ক নীলাদ্রি শেখর দানা। চপ ভাজা ও পুরভোটের মুখে পুরসভার কাজ নিয়ে প্রতিপক্ষের প্রশংসা, দুই বিতর্কের পর আবার দলের হয়ে মাঠে নামতে দেখা গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ককে।