Aj Banglay: এবার CBI তদন্তে অসন্তোষ প্রকাশ নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবারের|Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতা মেডিক্যালে প্রথম বর্ষের প্রথম ক্লাসেই ‘চরক’ শপথ’! প্রথম দিনের ক্লাসেই বিতর্কিত ‘চরক’ শপথ নিলেন পড়ুয়ারা। ইন্টার্নশিপের সময় চিকিৎসকদের নিতে হত ‘হিপোক্র্যাটিক ওথ’। ‘ন্যাশনাল মেডিক্যাল কমিশনের গাইডলাইন মেনে ‘চরক শপথ’। চরক শপথ নিয়ে দাবি কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের।
এবার CBI তদন্তে অসন্তোষ প্রকাশ করল, নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। মূল অভিযুক্তদের না ধরেই ট্রায়াল শুরু করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই অভিযোগে ট্রায়ালে স্থগিতাদেশ চেয়ে, হাইকোর্টে পিটিশন দাখিল করল অভিজিতের পরিবার। CBI-কে কেস ডায়ারি পেশের নির্দেশ হাইকোর্টের।
আনিস খুনের তদন্তে আমতা থানায় সিট। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহর নেতৃত্বে সিট গঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত সিটের প্রতিনিধি ডিআইজি সিআইডি মিরাজ খালিদ পৌঁছলেন আমতা থানায়।