Aj Banglay: মুম্বইয়ে নৌসেনার ‘আইএনএস রণবীর’-এ বিস্ফোরণ, মৃত ৩ । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফের নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ৩জনের মৃত্যু। মুম্বইয়ে নৌসেনার ‘আইএনএস রণবীর’-এ বিস্ফোরণ। মুম্বই নৌসেনার বন্দরে বিস্ফোরণ, ৩ নৌসেনার মৃত্যু। কীভাবে নৌসেনার যুদ্ধজাহাজে বিস্ফোরণ? এখনও ধোঁয়াশা
এই যুদ্ধজাহাজেই আছে ব্রহ্মস, বারাকের মতো ক্ষেপণাস্ত্র।
ডায়ালিসিস চলাকালীন কোচবিহার মেডিক্যালে (Cooch Behar Medical College) আগুন। ধোঁয়ায় ঢাকল ডায়ালিসিস ইউনিট। দ্রুত সরানো হল রোগীদের। দমকলের ২টি ইঞ্জিনের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। এসি থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
প্রথম দফায় গোয়ায় (Goa) তৃণমূলের (TMC) ১১জনের প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকা নিয়ে অভিষেক-পিকের ম্যারাথন বৈঠক। তৃণমূলের প্রার্থী তালিকায় গোয়ার ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী। গোয়া মহারাষ্ট্রবাদী পার্টিকে ১০টি আসন ছাড়ল তৃণমূল। ৪৮ ঘণ্টার মধ্যে বাকি প্রার্থী তালিকা, খবর তৃণমূল সূত্রে। ফাতোরদা থেকে লড়ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো। অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও লড়ছেন বেনাউলিম থেকে। চার্চিল আলেমাওয়ের মেয়ে ভালাঙ্কা লড়ছেন নভেলিম থেকে।