Aaj Banglay: 'আমাকে ধর্ম শেখাতে আসবেন না', বারাণসীতে দাঁড়িয়ে হুঙ্কার মমতার | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Mar 2022 11:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরপ্রদেশের ভোটেও (Uttar Pradesh Electiions 2022) 'খেলা হবে' (Khela Hobe)। আজ বারাণসীর (Varanasi) সভায় যোগ দিয়ে আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারকে নিশানা করতে গিয়ে 'খেলা হবে' স্লোগান তোলেন তৃণমূল নেত্রী। আর এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি (BJP)।
'আমাকে ধর্ম শেখাতে আসবেন না। জয় শ্রী রাম নয়, স্লোগানটা হল জয় সিয়া রাম। বারাণসীতে অখিলেশের প্রচারে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভোট মিটতেই তৃণমূলে ফেরার ইচ্ছেপ্রকাশ করলেন ভূষণ সিংহ। এবার নির্দল প্রার্থী হিসেবে কোচবিহারের ৪ নং ওয়ার্ডে জিতেছেন ওই নির্দল প্রার্থী। জেলা তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে, দলে ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজ্য।