আজ বাংলায়: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদিত তালিকাই চূড়ান্ত', জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে ভোটকুশলী সংস্থার বিরোধ? ১০৮টি পুরসভার তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বেনজির বিভ্রাট। ‘ওয়েবসাইটে দেওয়া প্রার্থী তালিকা চূড়ান্ত নয়। পার্থ-সুব্রত বক্সীর সই করা প্রার্থী তালিকাই চূড়ান্ত। যে তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন রয়েছে’, জানাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চূড়ান্ত তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলা সভাপতিদের কাছে। চূড়ান্ত না হওয়া সত্ত্বেও কেন তালিকা প্রকাশ? সূত্রের খবর, তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে ক্ষোভ।
উত্তরপাড়া-কোতরং পুরসভায় সস্ত্রীক দিলীপ যাদবকে (Dilip Yadav) টিকিট তৃণমূলের (TMC)। বৈদ্যবাটি পুরসভায় টিকিট পেলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। কোন্নগর শহর তৃণমূল কংগ্রেসের নেতা গৌতম দাস ও তাঁর নিকট আত্মীয়াকে টিকিট। কোন্নগর পুরসভায় টিকিট পেলেন গৌতম দাস ও তাঁর নিকট আত্মীয়া।
প্রার্থীতালিকা প্রকাশ হতেই একাধিক জায়গায় বিক্ষোভ তৃণমূলের একাংশের। কামারহাটি পুরসভার (Kamarhati Municipality) তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই অসন্তোষ। কামারহাটি বিধায়ক মদন মিত্রর (Madan Mitra) কাছে অসন্তোষ প্রকাশ তৃণমূলের একাংশের।
এই বিক্ষোভকে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "তৃণমূল কংগ্রেস কার্যত ক্ষমতা দখলের জতুগৃহে পরিণত করেছে নিজেদের। প্রার্থীতালিকা প্রকাশের পর যে বিক্ষোভ হচ্ছে তা দল করার জন্য নয়, এই বিক্ষোভ কে কত তোলাবাজি করতে পারবে, কার সঙ্গে পুলিশের সম্পর্ক ভালো থাকবে, কে ক্ষমতা দখল করবে সেই নিয়ে বিক্ষোভ।"