আজ বাংলায়: রাজ্যে ফের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মৃত্যু এক রোগীর
ব্ল্যাক ফাঙ্গাসে ফের কলকাতায় মৃত্যু হল এক রোগীর। হরিদেবপুরের বাসিন্দা ৩২ বছরের ওই মহিলা করোনা আক্রান্ত হওয়ায় ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, করোনার পাশাপাশি তিনি মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল।
রাজ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় বিশেষ কমিটি গঠন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। উৎকর্ষ কেন্দ্র হিসেবে এসএসকেএম (SSKM) বা ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের মধ্যে একটি হাসপাতালকে চিহ্নিত করা হবে। সেখানেই মিউকরমাইকোসিসের চিকিৎসার যাবতীয় পরিকাঠামো এক ছাদের তলায় করা হবে। এই নিয়ে মিউকরমাইকোসিস বিশেষজ্ঞ কমিটির সদস্য এবং চিকিৎসক অনির্বাণ দলুই বলেন, "এটি বিরল রোগ। এটা মহামারী বা অতিমারী নয়। এই রোগ সবার ক্ষেত্রে সব সময় হবে না। যাঁদের প্রতিরোধ ক্ষমতা একেবারে কম তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি।"
রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডের জেরে প্রাণ হারালেন ১৫৪ জন। গত কয়েকদিন দেড়শোর বেশি রাজ্যবাসীকে রোজ কোভিডের জেরে হারাচ্ছি আমরা। দৈনিক সংক্রমণ অবশ্য কিছুটা কমেছে গত ২৪ ঘণ্টার বিচারে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। এই একই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন।
জেলায় জেলায় ভ্যাকসিন নিয়ে হয়রানি অব্যাহত। ইংরেজবাজারে লম্বা লাইনে উধাও দূরত্ববিধি। অন্যদিকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভ্যাকিসন বন্ধের নোটিশ ঘিরে বিভ্রান্তি। অন্যদিকে সিঙ্গুরে বেশি কয়েকদিন পরে শুরু হল ভ্যাকসিনেশন।