আজ বাংলায়: কোভিড বিধি মেনে বুধবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক-উচ্চ প্রাথমিকের ক্লাস | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাজরায় আশুতোষ কলেজের কাছে বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারী কলেজ পড়ুয়াদের দিকে তেড়ে গেলেন বিরোধী দলনেতা। উস্কানি দিতে গেছিলেন, কটাক্ষ পার্থ চট্টোপাধ্যায়ের। দেশে কোনওদিন মুখ্যমন্ত্রীর এলাকায়, বিরোধী দলনেতাকে বিক্ষোভের মুখে পড়তে হয়নি। দাবি বিজেপির (BJP)।
ক্লাবের নামে তোলাবাজির অভিযোগে বর্ধমানের (Bardhaman) বাতানপাড়ায় উত্তেজনা। গাড়ি, বাইক, টোটো ভাঙচুর, ২ জনকে মারধরের অভিযোগ। লাঠি উঁচিয়ে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। স্থানীয় বাসিন্দার থেকে বাড়ি করার জন্য টাকা চাওয়া অভিযোগ। স্থানীয় তৃণমূল নেতা শেখ তোতার বিরুদ্ধে তোলাবাজিতে ইন্ধনের অভিযোগ। প্রতিবাদ করলে শেখ সেলিমের বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ। পাল্টা তার উপর হামলার অভিযোগ শেখ তোতার
দুর্নীতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) আপ্তসহায়ক সজল মুখোপাধ্যায় (Sajal Mukherjee), তাঁকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন অভিনেতা-বিধায়ক।
দিল্লি গিয়ে লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সঙ্গে দেখা করলেন বরখাস্ত হওয়া বিজেপি (BJP) নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। পুরভোটে বিজেপির ভরাডুবির জন্য রাজ্য নেতৃত্বকেই দায়ী করে অভিযোগ। সব বলেছি সাংসদকে, জানালেন রীতেশ। এব্যাপারে লকেটের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
বুধবার থেকে খুলছে ছোটদের স্কুল। এবার প্রাথমিক (Primary) ও উচ্চ প্রাথমিকের (Upper Primary) ক্লাস শুরু। কাল থেকেই স্কুলে আসতে হবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের। ক্লাস হবে সোম থেকে শনিবার। ক্লাস শুরুর আধঘণ্টা আগে স্কুলে আসতে হবে পড়ুয়াদের। প্রয়োজনে কোভিড-বিধি মেনে খোলা যাবে হস্টেল। প্রতি জেলায় অতিরিক্ত জেলাশাসক হবেন নোডাল অফিসার। বিজ্ঞপ্তি জারি স্কুল শিক্ষা দফতর। বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদেরও।