আজ বাংলায়: পদ্মভূষণে 'না' বুদ্ধদেব ভট্টাচার্যের, 'পদ্মশ্রী' ফেরালেন সন্ধ্যা মুখোপাধ্যায় | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য (Budhdhadeb Bhattacharya)। মোদি সরকারের পদ্মভূষণ (Padma Bhushan) প্রত্যাখ্যান করলেন তিনি। পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে জানালেন মীরা ভট্টাচার্য। ‘পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকলে প্রত্যাখ্যান করছি’, বিবৃতি দিয়ে জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
মোদি সরকারের 'পদ্মশ্রী' প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee), দাবি পরিবারের। 'বলেছি নেব না, মন চাইছে না', এবিপি আনন্দকে জানালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।
দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠান থেকে বাদ পড়েছে পশ্চিমবঙ্গের নেতাজি বিষয়ক ট্যাবলো। প্রতিরক্ষামন্ত্রী রাজ্যকে চিঠি লিখে জানিয়েছেন, ট্যাবলোর নির্বাচন প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। এই প্রেক্ষাপটে বিজেপি-বিরোধীরা প্রশ্ন তুলছে, মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে, একবারও গুজরাতের ট্যাবলো বাদ পড়েনি কেন? পাল্টা জবাব দিয়েছে বিজেপি।