আজ বাংলায়: উত্তরে দার্জিলিং-কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত, কলকাতাতেও নামল পারদ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘোষণা সত্বেও, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম দুই বিধায়কের। প্রার্থী হবেন না বলে জানিয়েছেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই। তৃণমূলের প্রার্থী তালিকায় একই পরিবারের একাধিক সদস্য থাকায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন রামপুরহাটের (Rampurhat) বিদায়ী উপ প্রশাসক। কর্মীদের নিয়ে তৃণমূল (TMC) ছেড়ে কংগ্রেসে পুরসভার বিদায়ী উপ প্রশাসক। রামপুরহাট পুরসভার বিদায়ী উপ প্রশাসক আব্বাস হোসেন। ‘হোয়াটসঅ্যাপে রামপুরহাটের তৃণমূল বিধায়কের কাছে পদত্যাগ’, শহর তৃণমূল সভাপতিকেও চিঠি দেওয়ার দাবি বিদায়ী উপ প্রশাসকের। ‘টিকিট নিয়ে কোথাও কোনও প্রতিশ্রুতি দেওয়া হতে পারে না’, এখনও কোনও পদত্যাগপত্র পাইনি, দাবি তৃণমূল বিধায়কের।
পূর্ব বর্ধমান জেলার পাঁচটি পুর এলাকায় তৃণমূলের (TMC) প্রার্থী নিয়ে ক্ষোভ চরম আকার নিল। প্রার্থী বদলের দাবিতে কাটোয়ায় জেলা সভাপতির অফিস ঘেরাও করলেন তৃণমূল কর্মীরা। বর্ধমান শহরে তৃণমূল প্রার্থী প্রচারে বেরোলে বিক্ষোভ দেখায় দলেরই একাংশ।
সরস্বতী পুজো মাতলেন ঐশ্বর্য। মামাবাড়িতে ভাইবোনের সঙ্গে করলেন সরস্বতী পুজো।
দার্জিলিং ও কালিম্পঙের একাধিক জায়গায় তুষারপাত। বরফের চাদরে ঢাকল টাইগর হিল, ঘুম থেকে লাভা, রিশপ। কলকাতাতেও একধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। কাল থেকে কয়েকদিন ৩ থেকে ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।