আজ বাংলায়: এবার নিজেই সংগঠন দেখার বার্তা দিলেন তৃণমূল নেত্রী, বললেন 'পার্টি অফিস থেকেই পার্টি চলবে' | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App"আমি নানা কাজে ব্যস্ত, অনেক চাপ, তবু এখন থেকে সংগঠন নিজেই দেখব। অনেকের মনে অনেক ব্যথা থাকে, তাঁরা বলতে পারেন না। কোথায় যোগাযোগ করবে, ভেবে উঠতে পারেন না। আমি সুদীপদাকে বলব, সাংসদরা কিছু বললে, সরাসরি আমাকে জানান। সাংসদরা (MP) কিছু বললে কারও মাধ্যমে নয়, আমাকে সরাসরি জানান", তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘বিধায়ক, সভাপতি, সাংগঠনিক পদে যারা আছেন, তাদের অনেক সময় ব্যথা-বেদনা থাকে। নেতাদেরও অনেক ব্যথা-বেদনা থাকে, জানাতে পারেন না। অভিযোগ শুনতে সাংগঠনিক নির্বাচনের পরে একটা দল করে দেব। আমি চাই পার্টি অফিস থেকেই পার্টি চলবে, অন্য কোথাও থেকে নয়। রুটিন, ডিউটি চার্ট করে পার্টি চলবে, যেমন করে আগে চালাতাম’, তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
তৃণমূল নেত্রীর এই বার্তা প্রসঙ্গে অধ্যাপক শুভময় মৈত্র বলেন, "এর থেকে বোঝাই যাচ্ছে যে তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেছেন। দলের মধ্যে কোন্দল বারবার সামনে আসছিল, নেত্রীর এই বার্তার মধ্যেই সেই কোন্দলেও একপ্রকার রাশ টানা হয়েছে।"
পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে ‘বিরক্ত’ বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ‘এর মধ্যে অহেতুক রাজনীতিকে টানা হচ্ছে। মঙ্গলবার বাড়ির ল্যান্ডলাইনে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে ফোন। অচেনা কণ্ঠস্বরে জানানো হয় পদ্ম-পুরস্কারের কথা। সরকারিভাবে চিঠি না আসা পর্যন্ত বক্তব্যে মান্যতা দিইনি। কেন্দ্রের প্রকাশিত তালিকায় নাম আছে দেখার পর প্রত্যাখ্যান। যেহেতু সরাসরি লিখিতভাবে কিছু জানানো হয়নি, তাই তিনি জানিয়েছেন, কিছু জানি না, জানানো হয়নি’, পদ্মভূষণ ঘিরে বিতর্ক দুর্ভাগ্যজনক, ঘনিষ্ঠমহলে জানালেন মীরা ভট্টাচার্য।
ভোটের পর তৃণমূল (TMC) কর্মী খুনের তদন্তে ৬জন গ্রেফতার। ২ নেতাকে বাড়ি থেকে তুলে গ্রেফতার করল সিবিআই (CBI)। ৩ মে শীতলকুচিতে গুলিবিদ্ধ হয়ে তৃণমূলকর্মী মানিক মৈত্র খুন। জিজ্ঞাসাবাদের জন্য তলবের পরেও না আসার অভিযোগ।
যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চাকরি না পাওয়ার অভিযোগ। হাজরা মোড়ে (Hazra Crossing) চাকরি প্রার্থীদের বিক্ষোভ (Agitation)। আটকাল পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন তারা। পুলিশ আটকালে শুরু হয় ধস্তাধস্তি। শারীর শিক্ষা, কর্ম শিক্ষার চাকরির প্রার্থীদের বিক্ষোভ। আত্মহত্যার হুমকি দিয়ে চাকরি প্রার্থীদের বিক্ষোভ।
পশ্চিম ঝঞ্ঝার জের। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার আগে আগামী ৩ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে নামবে পারদ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায়। পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।