Aj Banglay: বীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবীরভূমের রামপুরহাটে তৃণমূল নেতাকে বোমা মেরে খুন। বরশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপ প্রধান ভাদু শেখ খুন। ৬০ জাতীয় সড়কের ধারে চায়ের দোকানে বসে থাকার সময় হামলা। ৫জন দুষ্কৃতীর হামলা, পরপর ৩টি বোমা মেরে তৃণমূল নেতাকে খুন। তদন্ত শুরু হয়েছে, সবদিক খতিয়ে দেখা হবে, জানালেন পুলিশ সুপার।
কোন্নগরে তৃণমূল নেতার জামিনের জন্য কোর্টে বিজেপি নেতার সওয়াল। পুরভোটের আগে আক্রান্ত কৃষ্ণা ভট্টাচার্য, অভিযুক্ত তৃণমূল নেতা। শপথগ্রহণের আগের দিন তৃণমূল নেতার জামিনের সওয়াল বিজেপি নেতার। শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি রঘুনাথ অধিকারী। পেশায় হাইকোর্টের আইনজীবী বিজেপি নেতা রঘুনাথ অধিকারী। বিজেপি নেতা হয়েও কী করে কোর্টে জামিনের সওয়াল?কারণ জানতে চেয়ে বিজেপি নেতাকে নেতৃত্বের শোকজ। পেশাগত কারণেই জামিনের সওয়াল, দলকে জানিয়েছি। শোকজ নিয়ে পাল্টা দাবি বিজেপি নেতার ।