Corona Vaccine: '৩ জানুয়ারি থেকে শুরু ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ', জানালেন কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজেপিতে (BJP) আরও বিদ্রোহ! গ্রুপ ত্যাগ ৪ বিধায়কের। একসঙ্গে বাঁকুড়ার (Bankura) ৪ বিধায়কের হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ। গ্রুপ ছাড়লেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। গ্রুপ ছাড়লেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। গ্রুপ ছাড়লেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া। গ্রুপ ছাড়লেন সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। বিজেপির অস্বস্তি বাড়িয়ে একসঙ্গে ‘বিদ্রোহী’ ৪ বিধায়ক। ‘সাংগঠনিক জেলা সভাপতি বদলের ক্ষোভে গ্রুপ ত্যাগ’। হোয়াটসঅ্যাপ গ্রুপ-ত্যাগ নিয়ে প্রতিক্রিয়া ইন্দাসের বিধায়কের। গ্রুপ ত্যাগ করা এমন কিছু ব্যাপার নয়, দাবি পুরুলিয়ার সাংসদের।
এদিকে, ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ। ‘৪ সপ্তাহের ব্যবধানে দেওয়া হবে ২টি ডোজ’, এমনই জানালেন কোভিড টাস্ক ফোর্সের চেয়ারম্যান।
পাশাপাশি, দেশে ওমিক্রন (Omicron) আক্রান্ত বেড়ে ৪৫০। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। রাজ্যে করোনায় (Corona) দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতা। কলকাতায় একদিনে ২১৯ জন সংক্রমিত। ৩ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে একদিনে করোনায় ৫৪৪ জন আক্রান্ত। ৫ জনের মৃত্যু। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদে একদিনে দুজনের মৃত্যু।