যাত্রী সেজে উঠে ময়নাগুড়ি-ধূপগুড়ির মাঝে দূরপাল্লার বাসে ডাকাতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Sep 2020 10:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
ময়নাগুড়ি-ধূপগুড়ির মাঝে দূরপাল্লার বাসে ডাকাতি| অসম থেকে বহরমপুর যাওয়ার পথে বাসে ডাকাতি| যাত্রী সেজে ৭-৮ জন বাসে ওঠে এবং চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে যাত্রীদের মারধর করে লুটপাট চালিয়ে চম্পট| ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছে যাত্রীরা|