Earthquake: আজ বাংলায়: ভর সন্ধ্যেয় ফের কাঁপল উত্তরবঙ্গ, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভূমিকম্প | Bangla News
abp ananda
Updated at:
06 Jan 2022 10:29 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তরবঙ্গের একাধিক জেলায় ফের ভূমিকম্প (Earthquake)। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভূমিকম্প। রিখটার স্কেলে তীব্রতা ৪.২, উৎসস্থল ভুটান। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এলেন অনেকে। ইন্দো-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের উৎসস্থল। থিম্পু থেকে ৪৮ কিমি দঃ পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল।
রাজ্যে একদিনে করোনা (COVID 19) আক্রান্ত সাড়ে ১৫ হাজারের কাছে। মৃত্যু বেড়ে ১৯। দৈনিক সংক্রমণের প্রায় অর্ধেক কলকাতায়। মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা। কলকাতা, উঃ ২৪ পরগনার সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি। হাওড়া, হুগলি, দঃ ২৪ পরগনাতেও ঊর্ধ্বমুখী সংক্রমণ।
বাদুতে পুলিশ ফাঁড়ির সামনেই চলল জলসা। অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। ছিল না দূরত্ববিধিও।