ECI Bans Mamata Campaigning: মমতার প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের, প্রতিবাদে ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি নির্বাচন কমিশনের। আজ রাত ৮ টা থেকে আগামীকাল রাত ৮ টা পর্যন্ত বহাল থাকবে যে নিষেধাজ্ঞা। পাঁচ পাতার বিবৃতি জারি করে যেমনটা জানিয়েছে কমিশন। তাঁকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, তিনি যাতে এমন কোনও মন্তব্য না করেন, যাতে নির্বাচনী প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়ে বা আইন-শৃঙ্খলার সমস্যা হয়। আদর্শ আচরণবিধি চলাকালীন তাঁর বিভিন্ন মন্তব্য রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল দুপুরে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, 'ভারতের নির্বাচন কমিশনের অগণতান্ত্রিক ও সংবিধানবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামীকাল দুপুর ১২ টা থেকে গাঁধী মূর্তির পাদদেশে ধর্নায় বসছি।'
কোচবিহারের শীতলকুচিতে ৪ জনের মৃত্যুর ঘটনাতেও ঢুকে পড়ল সম্প্রদায়ের রাজনীতি। এদিন শীতলকুচির ঘটনায় মমতায় মন্তব্যকে কটাক্ষ করেন অমিত শাহ। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলনেত্রী।
ভোটের বাংলায় ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪ হাজার ৫১১ জন। রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত ১৪ জন। এক দিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৪৭ জন। সুস্থতার হার ৯৪.০৪ শতাংশ। কলকাতায় একদিনে আক্রান্ত ১ হাজার ১১৫ জন। মৃত ৪ জন। উত্তর ২৪ পরগনায় এক দিনে আক্রান্ত ১ হাজার ০৮৭ জন, মৃত ৩ জন।