Fuel Price Hike: পেট্রোলের পাশাপাশি এবার পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেলাগাম জ্বালানীর দাম। তিনদিন পর ফের দাম বাড়ল পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel)। জ্বালানীর ঊর্ধ্বমুখী দামে মাথায় হাত সাধারণ মানুষের। করোনাকালে ত্রাহি ত্রাহি অবস্থা। প্রভাব পড়েছে অর্থনীতিতেও। কাজ হারিয়েছেন বহু মানুষ। আবার অনেকের বেতন কমেছে। এই অবস্থায় বেড়েই চলেছে জ্বালানীর দাম। ৯৩-র গণ্ডি ছাড়াল ডিজেল, পেট্রোলের দাম হয়েছে ১০১ টাকা ৭৪ পয়সা।
এদিকে, আগামী ২৪ জুলাই গুরুপূর্ণিমা (Guru Purnima)। হিন্দুধর্ম মতে এইদিনটিতে সব গুরুর জন্মতিথি পালিত হয়। বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাবিধি (Corona) মেনে আগামী শনিবার মঠে ঢুকতে পারবেন ভক্তরা। গুরুপূর্ণিমার দিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকবে মঠের দরজা। ওইদিন বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ, ভজন, সারদা মা ও স্বামীজিদের বাণী পাঠ করা হবে। করোনা আবহে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারবেন না ভক্তরা। বেলুড় মঠের পাশাপাশি গুরুপূর্ণিমার দিন খোলা থাকবে কাশীপুর উদ্যানবাটিও (Cossipore Udyan Bati)। করোনাবিধি মেনে সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল ৪টে থেকে সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে দরজা।