Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kultali Tiger: ৫ দিন কেটে গেলেও মেলেনি বাঘের হদিশ, গর্জনে-পায়ের ছাপে কুলতলিতে বাড়ছে আতঙ্ক | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকুলতলির (Kultali) শেখপাড়া জঙ্গলে লুকিয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। গর্জন শুনে বা পায়ের ছাপ দেখে এবিষয়ে নিশ্চিত বন দফতরের কর্তারা। যদিও এখনও বাঘকে কাবু করা যায়নি। ক্ষুধার্ত বাঘটিকে ধরতে ড্রোনে (Drone) নজরদারি করা হচ্ছে। লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরাও।
গরীবদের মধ্যে কম্বল বিতরণ করে সরাসরি ভোট চাইলেন বাঁকুড়ার (Bankura) বিজেপি BJP) বিধায়ক। এসব করে কোনও লাভ নেই, মানুষ তাদের পাশে, কটাক্ষ তৃণমূলের (TMC)। ভোট চেয়ে অন্যায় করেননি, পাল্টা দাবি বিধায়কের।
এদিকে, শীতের (Winter) দাপট কমার পাশাপাশি বর্ষশেষে বৃষ্টির পূর্বাভাস। কাল ও পরশু কলকাতা-সহ (Kolkata) দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তিনদিন পর থেকে তাপমাত্রা কমতে শুরু করলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বছরশেষে জাঁকিয়ে শীতের তেমন সম্ভাবনা নেই।