WB Politics: কেশিয়াড়িতে বিজেপি করায় ‘সামাজিক বয়কট’, কাঠগড়ায় তৃণমূল
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবরাকরের পর এবার হাওড়ায় (Howrah) পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ উঠল। পুলিশ হেফাজতে রহস্যমৃত্যুর (Mysterious Death) এই ঘটনা ঘিরে উত্তপ্ত হাওড়ার পাঁচলা। চোর সন্দেহে ধৃত যুবকের রহস্যমৃত্যুতে এলাকায় তুলকালাম। রবিবার গভীররাতে পাঁচলার রানিহাটি মোড় থেকে গ্রেফতার করা হয় মৃত ওই যুবককে। সোমবার রাতে লক আপ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার কথা বলে হাতকড়া পরিয়ে নিয়ে যায় পুলিশ। বুধবার দুপুরে জগৎবল্লভপুরে রাস্তার ধারে মেলে যুবকের মৃতদেহ। থানা থেকে প্রায় ৪০ কিমি দূরে রাস্তায় কীভাবে মৃতদেহ? পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগ নিয়ে বিক্ষোভ (Agitation) স্থানীয়দের। যদিও এই অভিযোগ উড়িয়ে পুলিশের দাবি, পুলিশ হেফাজতে মৃত্যু হয়নি, যুবককে ছেড়ে দেওয়া হয়েছিল।
এদিকে, এবার ভার্চুয়ালি ২১ জুলাই পালন করবে তৃণমূল কংগ্রেস (TMC)। দিল্লি (Delhi), উত্তরপ্রদেশ (Uttar Pradesh), অসম (Assam), ত্রিপুরায় ২১ জুলাই পালনের প্রস্তুতি। ভিনরাজ্যেও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ সম্প্রচারের চেষ্টা। সর্বভারতীয় স্তরে মমতার বার্তা পৌঁছে দিতে এই কৌশল তৃণমূলের। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) বলেন, “২১ জুলাইয়ের সময় সংসদের অধিবেশন চলবে। আমরা লোকসভা ও রাজ্যসভার যারা সদস্য এবং দিল্লিতে তৃণমূলের যে কর্মীরা রয়েছেন, তাঁরা দিল্লির দফতরের সামনে এলইডি ওয়ালের (LED Wall) মাধ্যমে আমরা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রচার করব। অসম এবং ত্রিপুরাতেও এই কর্মসূচি হবে বলে আমাদের বিশ্বাস। উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্যেও হতে পারে।“
অন্যদিকে তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তোলায় বিজেপি কর্মীদের মার। শান্তিপুরে জাতীয় সড়ক অবরোধ বিজেপি কর্মীদের। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
কেশিয়াড়িতে (Keshiary) বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। বিজেপি করায় সামাজিক বয়কটের (Social Boycott) অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সপরিবারে বিজেপি নেতাকে সামাজিক বয়কটের অভিযোগ। সালিশিসভায় ৮ লক্ষ টাকা দাবি। না দিতে পারায় চাপ। চাপ সহ্য না করতে না পেরে আত্মহত্যার চেষ্টা, দাবি বিজেপি নেতার। মিথ্যে অভিযোগ করছেন বিজেপি নেতা, এমনই পাল্টা তৃণমূলের ব্লক সভাপতির।