WB Politics: সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত প্রণয়নের দাবিতে তুঙ্গে রাজনৈতিক তরজা । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটেসলার সিইও ইলন মাস্ককে বাংলায় বিনিয়োগে স্বাগত। মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানির। পাল্টা রব্বানিকে কটাক্ষ করে ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর। বাংলায় মাস্কের যাত্রা শুরু হবে ভোট পরবর্তী সন্ত্রাসে মমতার রেকর্ড দিয়ে?শেষ হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলন দিয়ে?এটা কি হাস্যকর নয়! ট্যুইট বাংলায় বিজেপির পর্যবেক্ষক অমিত মালব্যর। ভারত সরকারের সঙ্গে টানাপোড়েন চলছে। টেসলার ভারতে আসা নিয়ে ট্যুইট করেছিলেন ইলন মাস্ক। বাংলায় আসুন, পরিকাঠামো ও মুখ্যমন্ত্রীর দূরদর্শিতায় বাংলা সেরা। ‘বাংলা মানেই বাণিজ্য’।
ইলন মাস্কের ট্যুইট রিট্যুইট করে আহ্বান জানান গোলাম রব্বানি।
সংশোধিত নাগরিকত্ব আইন দ্রুত প্রনোয়নের দাবিতে বিজেপির ওপর আরও চাপ বাড়ালেন মতুয়া সাংসদ এবং বিধায়করা। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শাসক দল। আলোচনায় দেবনারায়ণ সরকার, চয়ন ভট্টাচার্য, গোপালচন্দ্র মণ্ডল।