কাল অযোধ্যা মামলার রায় ঘোষণা সুপ্রিম কোর্টে, জোরদার নিরাপত্তা, শান্তি বজা রাখার আবেদন মোদি, মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Nov 2019 11:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাল সকাল সাড়ে ১০টায় অযোধ্যা মামলা রায় দেবে সুপ্রিম কোর্ট। রায়দান করবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ। সুপ্রিম কোর্টের ১ নম্বর ঘর খোলা হবে রায় ঘোষণার জন্য। শুধুমাত্র এই মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরই আদালত কক্ষে উপস্থিত থাকার অনুমতি রয়েছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস এ নাজিরের সাংবিধানিক বেঞ্চ মামলার রায় ঘোষণা করবে। মামলার প্রধান তিন পক্ষ হল -- নির্মোহী আখড়া, সুন্নি ওয়াকফ বোর্ড এবং রামলালা।
নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে অযোধ্যাকে। রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে পুলিশ। ইতিমধ্যেই চার হাজার আধা সেনা অযোধ্যায় পাঠিয়েছে কেন্দ্র। র্যাফ এবং বম্ব ডিজপোজাল স্কোয়াডও তৈরি রয়েছে! অযোধ্যার সমস্ত হোটেল, গেস্ট হাউস এবং লজের ওপরও নজর রাখছে কেন্দ্র। অযোধ্যার অলিগলিতে নজরদারির জন্য সাহায্য নেওয়া হচ্ছে ড্রোনের। বিতর্কিত ভূমির আশেপাশে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। প্রত্যেকের গতিবিধির ওপর নজর রেখে চলেছে প্রশাসন। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আজ থেকে আগামী ৩দিন অযোধ্যার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।