আচমকা ট্রেন বাতিল, নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে ৫০ যাত্রী
souravp@abpnews.in
Updated at:
14 Dec 2019 11:54 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউত্তর-পূর্বের আঁচ বাংলায়। দু’দিন ধরে নিউ আলিপুরদুয়ার স্টেশনে আটকে ৫০জন যাত্রী। চূড়ান্ত দুর্ভোগ। আচমকা ট্রেন বাতিলের কথা ঘোষণায় ক্ষুব্ধ শিয়ালদাগামী তিস্তাতোর্সার যাত্রীরা।