Singur: ১৫ বছর পর ফের ধাক্কা, ন্যানো-শিল্প না হওয়ার খেসারত দিতে হবে তৃণমূল সরকারকে
Download ABP Live App and Watch All Latest Videos
View In App১৫ বছর পর ফের সিঙ্গুরে ধাক্কা খেল রাজ্য সরকার! সেবার শিল্প গড়তে না পেরে ধাক্কা খেয়েছিল বাম সরকার। আর এবার, বাম আমলের সেই ন্যানো-শিল্প না হওয়ার খেসারত দিতে হবে তৃণমূল সরকারকে। টাটা মোটরসের তরফে জানানো হয়েছে, সিঙ্গুরে কারখানা না হওয়ায় তাদের সুদসহ ক্ষতিপূরণ দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড বা ডব্লুবিআইডিসি-কে। সিঙ্গুরে ন্যানো কারখানা বন্ধের প্রেক্ষিতে ৩ সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনাল এই নির্দেশ দিয়েছে, এমনটাই জানানো হয়েছে টাটা মোটরসের তরফে। সুদ ছাড়া সেই টাকার অঙ্ক ৭৬৫ কোটি ৭৮ লক্ষ টাকা! টাটা গোষ্ঠীর দাবি, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে পুরো ক্ষতিপূরণ পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত ১১ শতাংশ হারে রাজ্য় সরকারকে সুদ দিতেও বলা হয়েছে। ২০১৬ থেকে ইতিমধ্যে ৭ বছর অতিক্রান্ত। এই সাত বছরে ১১ শতাংশ হারে সুদ ধরলে ক্ষতিপূরণের অঙ্ক প্রায় ১৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। ট্রাইবুনালের রায় অনুযায়ী, রাজ্য সরকার যতক্ষণ না ক্ষতিপূরণ দিচ্ছে ততক্ষণ এই সুদ গুণে যেতে হবে। এছাড়াও মামলার খরচের জন্য ডব্লুবিআইডিসি-কে'দিতে হবে আরও ১ কোটি টাকা!