Ananda Sakal 1: ট্রেন দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, চলছে লাইন পরিষ্কারের কাজ| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজলপাইগুড়ির ময়নাগুড়ির দোমহনিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। আহত হয়েছেন ৪২ জন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছে। রাত তিনটে নাগাদ বিকানের এক্সপ্রেসের S10 কামরা থেকে এক যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। এদিকে, উদ্ধারকাজ শেষ, এখন লাইন পরিষ্কারের কাজ চলছে। কুয়াশার মধ্যেই রেল লাইন থেকে ইঞ্জিন ও দুমড়ে মুচড়ে যাওয়া ৮টি কামরা সরানোর কাজ চলছে। আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আজই দুর্ঘটনাস্থলে পৌঁছবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
অভিশপ্ত বিকানের এক্সপ্রেসে চড়ে জয়পুর থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের বাসিন্দা অনেক পরিযায়ী শ্রমিক। রাজস্থানের বিভিন্ন জায়গায় কাজ করতেন তাঁরা। করোনার বাড়বাড়ন্তের জেরে বাড়ি ফিরছিলেন শ্রমিকরা। বাড়ি পৌঁছনোর আগে বৃহস্পতিবার বিকেলে ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক। বরাতজোরে বেঁচে যাওয়া S10 কামরার এক যাত্রী অজিত বর্মনের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট। দুর্ঘটনার কথা বলতে গিয়ে রীতিমতো গলা কেঁপে আসছে তাঁর। এদিকে, জলপাইগুড়ি সদর হাসপাতালেও ভিড় করেছেন অনেকে। আহতদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন পরিজনরা। আবার কেউ কেউ কোনও খোঁজখবর না পেয়ে রয়েছেন উৎকণ্ঠায়।
ময়নাগুড়িতে বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। গতকাল রাতেই কলকাতায় পৌঁছে হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেনে দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সঙ্গে ছিলেন রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা।
মঙ্গলবার গভীর রাতে রাজস্থান থেকে যাত্রা শুরু করেছিল বিকানের এক্সপ্রেস। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বৃহস্পতিবার রাতে ট্রেনটির পৌঁছনোর কথা ছিল অসমের গুয়াহাটিতে। কিন্তু, তার আগেই লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল বিকানের এক্সপ্রেস।
সাতসকালে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। মেট্রো রেল সূত্রে খবর, সকাল ৭টা ৪৫ মিনিট নাগাদ এসপ্ল্যানেড স্টেশনে ট্রেনের সামনে ডাউন লাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। এই মুহূর্তে ময়দান থেকে নিউ গড়িয়া পর্যন্ত মেট্রো চালানোর চেষ্টা চলছে।