আনন্দ সকাল (৩): আডবাণীদের 'ষড়যন্ত্র' ও করসেবকদের 'প্ররোচনা' নাকি কংগ্রেসের 'প্রতিহিংসামূলক আচরণ'? কোন যুক্তি প্রাধান্য পাবে আজকের রায়ে?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Sep 2020 11:19 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
২৮ বছর পর, আজ বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে সিবিআইয়ের বিশেষ আদালত। হাইপ্রোফাইল এই মামলায় অভিযুক্তদের তালিকায় রয়েছে লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর জোশী সহ ৪৯ জনের নাম। তবে বিচার চলাকালীন মৃত্যু হয়েছে ১৭ জনের। আজ আডবাণী সহ সব অভিযুক্তকেই আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালতে থাকবেন না আডবাণী, জোশী, উমা ভারতী, কল্যাণ সিং ও মহন্ত নৃত্যগোপাল দাস। এদের মধ্যে উমা ভারতী করোনা আক্রান্ত। অন্যদিকে, শুধুমাত্র মামলার সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরাই আজ আদালত চত্বরে উপস্থিত থাকতে পারবেন বলে নির্দেশিকা জারি করেছে সিবিআইয়ের বিশেষ আদালত।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে ধ্বংস হয়ে যায় অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। একটি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ, অপরটি প্ররোচনার। ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দু’টি মামলা জুড়ে দেয়। শুনানির জন্য লখনউতে এক বিশেষ আদালত গঠন করা হয়। বিচার চলাকালীন মোট ৩৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর করসেবকদের হাতে ধ্বংস হয়ে যায় অযোধ্যার বাবরি মসজিদ। সেই ঘটনায় দু’টি অভিযোগ দায়ের হয়। একটি বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ, অপরটি প্ররোচনার। ২০১৭ সালের ১৯ এপ্রিল সুপ্রিম কোর্ট দু’টি মামলা জুড়ে দেয়। শুনানির জন্য লখনউতে এক বিশেষ আদালত গঠন করা হয়। বিচার চলাকালীন মোট ৩৫৪ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।