আনন্দ সকাল (৪): কলকাতায় ফিরল দোতলা বাসের নস্ট্যালজিয়া, বেলেঘাটায় বিস্ফোরণ নিয়ে শুরু রাজনৈতিক চাপানউতোর, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগতকাল সকালে বেলেঘাটায় ভয়াবহ বিস্ফোরণ। উড়ে যায় ক্লাবের ছাদ, ভেঙে পড়ে দেওয়াল। ৪০ ফুট দূরে ছিটকে পরে ইটের টুকরো। মজুত বোমায় বিস্ফোরণ, অনুমান ফরেন্সিক দলের। এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি বিজেপির। ঘটনাস্থলে যেতে গিয়ে বাধার মুখে পড়েন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। স্বতঃপ্রণোদিত মামলা রুজু বেলেঘাটা থানার। নিরপেক্ষ তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। অন্যদিকে বেসরকারি স্কুলের টিউশন ফি-র ২০ শতাংশ মকুবের নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেইসঙ্গে স্কুলগুলিকে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে নন অ্যাকাডেমিক ফি নেওয়া যাবে না। মুনাফা ৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত বিভিন্ন স্কুলের। পাশাপাশি কলকাতায় ফের ডবল ডেকার বাস। পাশপাশি গঙ্গায় ভাসবে হাউজ বোট। কলকাতার পর্যটন কেন্দ্র, হেরিটেজ সাইট ঘুরিয়ে দেখানোর উদ্যোগ পর্যটন দফতরের।