আনন্দ সকাল (৪): আজ থেকে রাজ্যে তিনদিনের ট্রাক ধর্মঘট, ডোমকলে প্রসূতি মৃত্যু, হাসপাতালে ভাঙচুর, সঙ্গে অন্য খবর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিত্সার গাফিলতিতে প্রসূতি মৃত্যুর অভিযোগে ভাঙচুর। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই ঘটনা ঘটে। ডোমকল থানার পুলিশ মৃতার বাবা ও দুই ভাইকে ভাঙচুরের অভিযোগে আটক করেছে। অন্যদিকে আজ থেকে রাজ্য জুড়ে তিনদিনের ট্রাক ধর্মঘট। এর জেরে বাড়তে পারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। এই তিনদিন ব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকাল ৬ টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। পুলিশি জুলুম বন্ধ সহ তিন দফায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে খবর। সংগঠনের দাবি, সরকার তাদের দাবি না মানায় তারা এই ধর্মঘটের পথে হেঁটেছেন। পাশাপাশি রোজগারের ঠিক নেই। তার মধ্যে অগ্নিমূল্য আলু, পিঁয়াজ। কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। তুঙ্গে রাজনীতিও। একে অন্যকে দুষছে শাসক-বিরোধী।