আনন্দ সকাল (৪): ভগিনী নিবেদিতার ১৫৪তম জন্মদিবসে ওয়েবিনারে আলোচিত মহীয়সীর জীবনচর্যা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখনও সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। রয়েছেন ভেন্টিলেশনেই। গতকাল তাঁর প্রথম পর্যায়ের ডায়ালিসিস হয়। প্রবীণ এই অভিনেতার তন্দ্রাচ্ছন্নভাব স্বাভাবিকের থেকে নিচে। তাঁর তিন দফার ডায়ালিসিস প্রয়োজন বলে মনে করেছিলেন চিকিৎসকরা। তবে প্রথম দফায় ডায়ালিসিস হয়েছে নির্বিঘ্নেই। আজ দ্বিতীয় দফার ডায়ালিসিস হবে কি না তা মূল্যায়ন করবেন চিকিৎসকরা। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল নোদাখালির আইসি অনিন্দ্য বসুর। সপ্তাহখানেক আগে শ্বাসকষ্টজনিত সমস্যা ও জ্বরের কারণে তাঁকে ভর্তি করা হয় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। পরবর্তীকালে তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। বৈদিক মন্ত্রোচারণ দিয়ে ভার্চুয়াল আলোচনার সূচনা। ভগিনী নিবেদিতার ১৫৪তম জন্মদিবসে ওয়েবিনারের আয়োজন। আলোচনায় উঠে আসে মার্গারেট নোবেলের সিস্টার নিবেদিতা হয়ে ওঠার কাহিনি। কীভাবে তিনি নারীশিক্ষার আলো জ্বালিয়েছিলেন, তাও উঠে আসে আলোচনায়।