Bangladesh News: বাংলাদেশে একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা | সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে দর্শক পুলিশ-সেনা! | ABP Ananda LIVE
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লজ্জা, একের পর এক জায়গায় আক্রান্ত হিন্দুরা । কোথায় গণতন্ত্র, কোথায় প্রজাতন্ত্র? সশস্ত্র মৌলবাদীদের আক্রমণের মুখে দর্শক পুলিশ-সেনা! । সুনামগঞ্জ জেলায় রাস্তায় রাস্তায় মারমুখী মৌলবাদী, ভাইরাল ছবিতে চাঞ্চল্য । হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে চাই অ্যাকশন, স্লোগান দিয়ে আক্রমণে মৌলবাদীরা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ পুলিশ ও সেনা । সুনামগঞ্জের দোয়ারাবাজারে থানা ঘেরাও করে তাণ্ডব কট্টরপন্থীদের । আক্রান্ত বহু হিন্দু, প্রকাশ্যে দেওয়া হচ্ছে খুনের হুমকি, আতঙ্কের ভাইরাল ছবি
হিন্দুদের ঘরবাড়ি, দোকান, মন্দির তছনছ । হিন্দুদের দোকানে চলছে লুঠপাট
আরও খবর..
আগরতলা রেল স্টেশনে পুলিশের জালে ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী । গোপন সূত্রে খবর পেয়ে স্টেশন চত্বরে যৌথ অভিযান চালায় RPF, GRP, BSF। তাদের সঙ্গে ছিল ত্রিপুরা পুলিশের গোয়েন্দা বিভাগ । ৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয় । ধৃতরা কলকাতায় যাচ্ছিল বলে জেরায় জানতে পেরেছেন তদন্তকারীরা । ধৃতদের জেরা করে আরও অনুপ্রবেশকারী আছে কি না, তার খোঁজ চলছে