Ananda Sakal (Seg-2): ৩টি ভুয়ো কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়, আদালতে দাবি ইডির
ABP Ananda
Updated at:
29 Oct 2023 10:04 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩টি ভুয়ো কোম্পানির মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়, আদালতে দাবি ইডির। 'শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড. গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড'। '২০০৮ সালে খোলা ৩টি কোম্পানির ঠিকানাও এক'। 'কোম্পানিগুলির অংশীদার বাকিবুরের আত্মীয় অভিষেক বিশ্বাস'। 'আগে কোম্পানিগুলির অংশীদার ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে'। এই কোম্পানিগুলোর মূলধন হিসাবে জমা করা হয়েছিল ১২ কোটি টাকা, দাবি ইডি-র । যিনি কোম্পানিগুলো বিক্রি করেছিলেন, তিনি জানিয়েছেন যে, নগদ ১২ কোটি টাকার বিনিময়ে শেয়ার বিক্রি করেছেন। এরপর এই কোম্পানিগুলোতে আরও ৮ কোটি টাকা জমা পড়ে।