Morning Bulletin: 'আমাদের মা-বোনেরা কয়লা চোর?' রুজিরাকে জিজ্ঞাসাবাদ নিয়ে সরব মমতা, দেখুন Ananda Sakal I
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী-কে সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদের পরদিনই সরব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার হুগলির সভা থেকে এই নিয়ে সরাসরি নরেন্দ্র মোদিকে (Narendra Modi) সরাসরি নিশানা করেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপিও। ২৪ ঘণ্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে কয়লাকাণ্ডে তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। বুধবার তা নিয়েই বিজেপির (BJP) বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমাদের মা-বোনেরা কয়লা চোর? আপনার গায়ে ময়লা লেগে আছে', কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ভোট যত এগিয়ে আসছে ততই চড়ছে উত্তেজনার পারদ। শাণিত বাক্যবাণে একে অপরকে বিদ্ধ করছে শাসক এবং বিরোধীরা। অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম ভোটের ময়দান। সত্যিকারের তদন্ত নাকি ভোটের মুখে রাজনৈতিক প্রতিহিংসা? কয়লা থেকে গরু, সিবিআই তদন্ত ঘিরে এখন বাংলা জুড়ে এই প্রশ্ন। তারই মধ্যে তৃণমূল বিজেপি একে অপরের দিকে আক্রমণের বাণ ছুঁড়তে ব্যস্ত।
এদিকে ফের বাড়ছে রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু ২৫ টাকা মূল্যবৃদ্ধি হচ্ছে। এই নিয়ে ফেব্রুয়ারি মাসে পরপর তিনবার দাম বাড়ল। মোট ১০০ টাকা মূল্যবৃদ্ধি হল রান্নার গ্যাসের। দাম বেড়ে কলকাতায় এলপিজি (LPG) বেড়ে হল ৮২০ টাকা ৫০ পয়সা। এ প্রসঙ্গে অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, "যখন করোনা পরিস্থিতি চলছিল তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বা গ্যাসের দাম কমেছিল। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তেল বা গ্যাসের চাহিদা বাড়ছে ফলে দামও বাড়ছে।"