Ananda Sakal I: কোন জেলায় কতগুলো ভ্যাকসিন দেওয়া হবে? জেনে নিন 'আনন্দ সকাল'-এ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jan 2021 11:38 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সবথেকে বেশি ভ্যাকসিন কলকাতায় (Kolkata)। টিকাকরণে ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)। ৩ নম্বরে রয়েছে মুর্শিদাবাদ (Murshidabad)। রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্যকর্মীদেরও টিকাকরণ হবে। সেই টিকাকরণের দায়িত্ব নেবে রাজ্য সরকার। টিকাকরণ হবে ১১ হাজার ১২০ জনের। পাশাপাশি কলকাতায় সবথেকে বেশি ৯৩ হাজার ৫০০ জনের টিকাকরণ হবে। এখনও পর্যন্ত ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। শনিবার থেকে রাজ্যে শুরু টিকাকরণ। অন্যদিকে করোনার ভ্যাকসিন (Corona Vaccine) নিয়ে আজ স্বাস্থ্যভবনে বৈঠক। স্বাস্থ্যভবন সূত্রে জানা যাচ্ছে, আজ বিকেল ৪টে নাগাদ এই বৈঠক হবে। থাকবেন স্বাস্থ্যসচিব। ১৬ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে করোনার টিকাকরণ। তার আগে আজ বেসরকারি হাসপাতালগুলির (Private Hospitals) সঙ্গে বৈঠক করবেন আধিকারিকরা। সমস্ত বেসরকারি হাসপাতালের ২ জন করে প্রতিনিধিই থাকবেন বৈঠকে। থাকবেন কোভিড টিকাকরণ প্রক্রিয়ার নোডাল অফিসার। পাশাপাশি আমেরিকায় করোনায় ফের একদিনে রেকর্ড মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার। পাশাপাশি বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যাও। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১৯ লক্ষ ৫৯ হাজার ৪৮৫ জনের। আক্রান্তের সংখ্যা ৯ কোটি ১৫ লক্ষ ২৭ হাজার ৬১৯ জনের। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৫ কোটি ৫ লক্ষ ৭০ হাজার ৫৩২ জন।