Ananda Sakal I: ভোটের আগে ফের নেতাইকে কেন্দ্র করে সরগরম রাজ্য-রাজনীতি, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jan 2021 12:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
১৩ বছরের কিশোরকে অপহরণ করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়াল মালদার পুখুরিয়ার পরাণপুরে। প্রতিবেশীর বাড়িতে মাদক বিক্রির প্রতিবাদ করায় আক্রোশবশত খুন বলে দাবি করেছেন মৃত কিশোরের বাবা। পরিবারের দাবি, গতকাল বিকেলে বাড়ির সামনে খেলছিল সপ্তম শ্রেণির ওই পড়ুয়া। সন্ধে থেকে তার খোঁজ মেলেনি। রাতে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। অন্যদিকে ২০১১ সালের ৭ জানুয়ারি। রাজ্য রাজনীতিকে কাঁপিয়ে দিয়েছিল নেতাই। তখনও দোরগোড়ায় ছিল বিধানসভা ভোট। প্রায় এক দশক পর আর একটি বিধানসভা ভোটের মুখে ফের রাজ্য রাজনীতিতে তরজার পারদ চড়াল নেতাই। তবে সেদিন যারা ছিলেন পাশাপাশি, আজ তারাই মুখোমুখি। বন্ধু যখন শত্রু! পাশাপাশি ক্যানিং (Canning) থানা এলাকায় হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার করা হল দুইজনকে। উদ্ধার করা হয়েছে ১৪২ গ্রাম হেরোইন। যার দাম প্রায় সাত লক্ষ টাকা। ধৃতদের আজ তোলা হবে আলিপুর আদালতে।