Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal I: 'দশ বছর খেয়ে মধু, মীরজাফর এখন সাজছে সাধু', কুলতলি থেকে শুভেন্দুকে খোঁচা অভিষেকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2021 10:26 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সারদা (Sarada) কর্তা সুদীপ্ত সেনের লেখা বলে দাবি করে একটি চিঠির একাংশ তুলে ধরে কুলতলিতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কড়া ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ তমলুকে (Tamluk) এর জবাব দেবেন বলে জানিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এতদিন 'তোলাবাজ ভাইপো'-র পাল্টা নারদ প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে নিশানা করতেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর হাতিয়ার একটি চিঠি। কুলতলির প্রকাশ মঞ্চে সেই চিঠি পড়েই শুভেন্দু অধিকারীকে টার্গেট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নাম না করে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে সঙ্গীতশিল্পীদের থেকে কাটমানি নেওয়ার অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতার এই মন্তব্যের প্রতিবাদে পথে নামল সঙ্গীতশিল্পীদের একাংশ। পাশাপাশি রবিবারের তুলনায় সোমবার কলকাতায় প্রায় ২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আগামী দুই দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।