Ananda Sakal I: 'বহিরাগত' অস্ত্রেই শান মমতার, বোঝালেন বোলপুরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2020 10:52 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নরেন্দ্র মোদি, অমিত শাহরা যখন বাঙালির আবেগকে হাতিয়ার করতে চাইছেন, তখন বহিরাগত অস্ত্রে বিজেপির বিরুদ্ধে পাল্টা সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বোলপুরে তাঁর কর্মসূচিতেও প্রধান ইস্যু হতে পারে এটাই। ৫ দিন আগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গুজরাতের সম্পর্ক তুলে ধরেছিলেন প্রধানমন্ত্রী। সোমবার বহিরাগত ইস্যুতে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বুঝিয়ে দিয়েছেন মঙ্গলবার বোলপুর থেকে এই অস্ত্রেই বিজেপিকে নিশানা করবেন তিনি। অন্যদিকে বর্ষবরণের আগে রাজ্যে জাঁকিয়ে ঠাণ্ডা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কয়েকটি জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ১০ ডিগ্রির নিচে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি নিচে তাপমাত্রা। আগামী বেশ কয়েকদিন এরকম পরিস্থিতিই থাকবে বলে জানানো হচ্ছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে।