Ananda Sakal II: ১১ ফেব্রুয়ারি ঠাকুরনগরে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2021 10:55 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এতদিন শুধু দলবদলের পালা চলছিল। এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্বের (Mamata Banerjee) সঙ্গে তৃণমূলত্যাগী হেভিওয়েটদের আকচাআকচি শুরু হয়ে গেল। তৃণমূলের সঙ্গে ভোটের মুখে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়াদের লড়াই। শুরু কাদা ছোড়াছুড়ি। বিরোধীরা কটাক্ষের সুরে বলছে, গোপন কথাটি আর রবে না গোপনে। ত্যাগী বনাম ভোগী, এই লড়াইয়ে ঢুকে পড়েছে চাটার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে বিজেপিতে যোগদানের প্রসঙ্গও। অন্যদিকে ১১ ফেব্রুয়ারি মতুয়া অধ্যুষিত ঠাকুরনগরে সভা করার কথা অমিত শাহের (Amit Shah)। কিন্তু মতুয়াদের মূল দাবি যে বিধানসভা ভোটের আগে পূর্ণ হচ্ছে না, তাও জানিয়ে দিয়েছে অমিত শাহের হাতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা (Temperature) বাড়ল ১ ডিগ্রি সেলসিয়াস। বেড়ে হল ১২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে বলে শোনা যাচ্ছে। শনিবার কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে। রবিবার থেকে উত্তুরে হওয়ার হাত ধরে ফের ফিরতে পারে শীত, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।