Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal II: কলকাতা থেকে জেলা, জোড়া বনধে বিভিন্ন জায়গার হাল হলিকত তুলে ধরলেন আমাদের প্রতিনিধিরা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৃষি আইনের প্রতিবাদে আজ দেশজুড়ে ধর্মঘটের ডাক। মূলত যে দাবিটিকে সামনে রাখা হয়েছে তা হল, যে তিনটি কৃষি আইন লাগু করেছিল মোদি সরকার, তা অবিলম্বে বাতিল করতে হবে। আজ সকাল থেকে কলকাতার বিভিন্ন জায়গায় স্বাভাবিক যান চলাচল। ধর্মঘটের সমর্থনে বাম সংগঠনগুলি রাস্তায় নেমেছে। কোনওরকম অরাজকতা এড়াতে মোতায়েন পুলিশ। যাদবপুরে লোকাল ট্রেন ঢোকার সঙ্গে সঙ্গে লাইনে নেমে অবরোধ করেন বাম কর্মীরা। বারুইপুর লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। বাম কর্মী সমর্থকরা রেল লাইনে দাঁড়িয়ে অবরোধ করেছেন। লক্ষ্মীকান্তপুরগামী লোকালও দাঁড়িয়ে পড়েছে। অন্যদিকে লেকটাউনেও শুরু হয়েছে বামেদের মিছিল। তবে দোকানপাট খোলা। গাড়িও চলছে। অন্যদিকে সকালে Cooch Behar-এ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসে কিছুক্ষণের জন্য পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে বাস এখনও বন্ধ রয়েছে। কোচবিহারের হরিশপাল চৌপথি এলাকায় কিছুক্ষণ আগে BJP যুব মোর্চার কর্মীরা পথ অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। বনধের প্রভাব পড়েছে Cooch Behar-এ। দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন এলাকায় গণ্ডগোলের খবর পাওয়া যাচ্ছে।