Ananda Sakal II: বাগবাজারে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল স্টোরে রাখা হবে ভ্যাকসিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Jan 2021 11:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন। বাগবাজারে স্বাস্থ্য দফতরের সেন্ট্রাল স্টোরে রাখা হবে ভ্যাকসিন। মোট ৫৮টি কন্টেনারে করে ভ্যাকসিন আজ রাজ্যে পৌঁছবে। প্রাথমিকভাবে রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিন ডোজ পৌঁছচ্ছে। ইতিমধ্যেই পুণের সিরাম ইন্সটিটিউট থেকে রওনা হয়ে গিয়েছে কন্টেনারগুলি। পুণে বিমানবন্দর থেকে কার্গো বিমানে দুপুর ২টো নাগাদ কলকাতায় পৌঁছবে ভ্যাকসিন। দুপুর ২টো ৩৫ মিনিটে দমদম বিমানবন্দর থেকে বাগবাজারে নিয়ে যাওয়া হবে। থাকবে পুলিশের পাইলট কার। এরপর ৮৭ ভ্যাকসিন ভ্যানের মাধ্যমে রাজ্যের নানা প্রান্তে ভ্যাকসিন পৌঁছবে। অন্যদিকে আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৫৯-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ (Ramkrishna Math) ও মিশনে দিনভর অনুষ্ঠান। সকাল সকাল তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, "সর্দার বল্লভভাই পটেলের যেমন মূর্তি বানানো হয়েছে তেমনই কলকাতায় স্বামী বিবেকানন্দেরও একটি মূর্তি নির্মাণ করুক কেন্দ্র।" পাশাপাশি আজ সেখানেই মুখোমুখি হন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ও তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দু’জনে সৌজন্য বিনিময় করেন।