Ananda Sakal II: 'ফোন ট্যাপ করছেন আইপিএস জ্ঞানবন্ত সিংহ', বিস্ফোরক দাবি শুভেন্দুর, সোশাল মিডিয়ায় অভিনেত্রী দেবলীনাকে গণধর্ষণের হমকি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2021 11:53 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এবিপি আনন্দে 'মুখোমুখি শুভেন্দু' অনুষ্ঠানে ফোন ট্যাপিং প্রসঙ্গে সরব হন তিনি। তিনি জানান, 'আমরা দলের মধ্যে মন্ত্রী, সাংসদ ছিলাম। আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো এমনিতেও করে। তখনও ট্যাপ করত। গতিবিধি নিয়ন্ত্রণ। পশ্চিমবঙ্গের এই অবস্থা।' এই ফোন ট্যাপিংয়ের নেপথ্যে এডিজি (আইনশৃঙ্খলা) জ্ঞানবন্ত সিংহ, বিরুদ্ধে আঙুল তোলেন তিনি। এদিকে, এবিপি আনন্দ স্বরগরম অনুষ্ঠানে অভিনেত্রী দেবলীনা দত্ত ও পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মন্তব্য নিয়ে জলঘোলা তুঙ্গে। দু'জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তিওয়ারি। দেবলীনা দত্তের পাল্টা অভিযোগ, 'সোশাল মিডিয়ায় তাঁর পোস্টের কমেন্টে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।'