Ananda Sakal II: 'যে পার্টি থেকে দুধ, ঘি, সর খেলেন, তার সম্পর্কেই ঔদ্ধত্য', শুভেন্দুকে আক্রমণ সৌগতর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Dec 2020 11:24 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগ দেওয়ার পর কাঁথিতে তৃণমূলের সভাতে অনুপস্থিত ছিলেন তাঁর বাবা ও দুই ভাই। এবার তাঁরাও কি বিজেপি দিকে পা বাড়াতে চলেছেন? মঙ্গলবার খড়দার সভা থেকে সেই জল্পনা উস্কে দিয়েছেন শুভেন্দু অধিকারী নিজেই। পাশাপাশি তৃণমূলের দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। "বাবুসোনা, সবে তো পদ্মের কুঁড়ি ফুটেছে, আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে, তোমার বাড়ির ভিতরেও পদ্মফুল ফোটাব", নাম না করে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। অন্যদিকে তৃণমূলও পাল্টা কটাক্ষ করেছে। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "যে পার্টি থেকে দুধ, ঘি, সর খেলেন, সেই পার্টির সম্বন্ধেই ঔদ্ধত্য প্রকাশ করছেন। ক্ষমতা থাকলে করে দেখাক।"
অন্যদিকে এদেশে ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে ২০ জনের শরীরে নতুন করোনার স্ট্রেন মিলেছে। এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দ্রাবাদে ২ জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মেরঠে ব্রিটেন ফেরত শিশুর শরীরে মিলেছে নতুন স্ট্রেন।
অন্যদিকে এদেশে ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে ২০ জনের শরীরে নতুন করোনার স্ট্রেন মিলেছে। এদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে আইসোলেশনে পাঠানো হয়েছে। এছাড়াও দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দ্রাবাদে ২ জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মেরঠে ব্রিটেন ফেরত শিশুর শরীরে মিলেছে নতুন স্ট্রেন।