Ananda Sakal III: দিল্লির বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়িয়ে ট্যুইটার-বার্তা রিহানা-গ্রেটা থুনবার্গের, সঙ্গে অন্য খবর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Feb 2021 12:31 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে পথ দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ১৫ জন যাত্রী। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। কলকাতাগামী বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে দিল্লিতে দুই মাসের বেশি সময় ধরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে প্রতিবাদ করছেন কৃষকরা। এবার কৃষকদের সমর্থনে ট্যুইট করলেন পপস্টার রিহানা। ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে একটি লিঙ্ক উল্লেখ করে ট্যুইটার হ্যান্ডলে রিহানা লেখেন, 'কেন আমরা এই বিষয়ে কথা বলছি না?' একই বিষয়ে ট্যুইটারে নিজের সমর্থন জানিয়েছেন পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গ্রেটা দেখেন, 'কৃষকদের প্রতি সহমর্মিতা রয়েছে।' এদিকে কখনও মেতে উঠলেন ধামসা মাদলের তালে, কখনও পা মেলালেন আদিবাসীদের নাচের ছন্দে। আলিপুরদুয়ারের (Alipurduar) ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহের অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেল মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee)। উত্তরবঙ্গ মানেই চা বাগান। পাহাড়ের গায়ে সবুজ গালিচা। কিন্তু ভোটের আগে রাজনীতির আঙিনায় উঠে এসেছে এই চা বাগান। শাসক-বিরোধী সকলেরই নজর চা শ্রমিকদের (Tea Workers) ভোটবাক্সের দিকে।