Ananda Sakal III: আসন্ন বিধানসভা ভোটে কী হতে পারে সম্ভাব্য ফল? কী বলছে প্রথম দফার ওপিনিয়ন পোল?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2021 11:12 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আসন্ন বিধানসভা ভোটে কোন দল কটি আসন পেতে পারে? কার ঝুলিতে কত শতাংশ ভোট? কী উঠে এসেছে সি ভোটারের জনমত সমীক্ষায়? পরিসংখ্যান তুলে ধরলেন এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে। সমীক্ষায় ইঙ্গিত, ১৫৪ থেকে ১৬২টি আসন পেতে পারে তৃণমূল (TMC)। ৯৮ থেকে ১০৬টি কেন্দ্রে জয়লাভের সম্ভাবনা বিজেপির (BJP)। বাম-কংগ্রেস পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। সামান্য কমে বিধানসভা নির্বাচনে ৪৩ শতাংশ ভোট পেতে পারে তৃণমূল। ভোট বাড়িয়ে বিজেপি পেতে পারে ৩৮ শতাংশ। ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়। বাম-কংগ্রেস নামতে পারে ১২ শতাংশে। অন্যদিকে 'কেউ কেউ একটু ইধার-উধার করছে। চিন্তার কারণ নেই।' নাম না করে তৃণমূলত্যাগীদের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'খেজুরির সভা থেকে জবাব দেব', পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে ঢুকে তৃণমূল সাংসদকে হুঙ্কার ছুড়লেন শোভন চট্টোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদকে বিঁধলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও।