Ananda Sakal IV: একুশের আগেই AIMIM-এ ভাঙন, তৃণমূলে যোগ দিলেন শেখ আনোয়ার হুসেন পাশা-সহ ২০ নেতা-কর্মী
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিধানসভা ভোটের আগে উন্নয়ন নিয়ে তুঙ্গে তরজা। কয়েক সপ্তাহ আগে রাজ্য সফরে এসে অনুন্নয়নের অভিযোগে তৃণমূলকে নিশানা করেছিলেন Amit Shah। সোমবার Bankura থেকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়েছেন তিনি।
বিধানসভা ভোটের আগেই AIMIM-এ ভাঙন। তৃণমূলে যোগ দিলেন মিম নেতা শেখ আনোয়ার হুসেন পাশা। কিছু যায় আসে না, দাবি মিমের সর্বভারতীয় মুখপাত্রের। মিম-তৃণমূলের বোঝাপড়া রয়েছে, দাবি BJP-র। সদ্য বিহারে বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফলের পর এবার বাংলায় নজর Asaduddin Owaisi-র দল মিমের। বাংলায় মিমের মূল স্তম্ভ বলে দাবি করে মিম নেতা শেখ আনোয়ার হুসেন পাশাকে নিজেদের দলে টানল তৃণমূল। একা পাশাই নন, তৃণমূলের দাবি, সোমবার মিমের আরও ২০ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন।