Ananda Sakal IV: কেশপুর থেকে তৃণমূলকে বিঁধলেন শুভেন্দু , নিজের দলের ঘোষণা পীরজাদা আব্বাস সিদ্দিকির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jan 2021 01:45 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পুলিশ যার হাতে, তার হাতেই কেশপুর (Keshpur)! পশ্চিম মেদিনীপুরের একদা বামদুর্গ কেশপুরে দাঁড়িয়ে তৃণমূলকে (TMC) বিঁধলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বামেদের প্রশংসার পাশাপাশি, আহ্বান জানালেন বিজেপিকে (BJP) ভোট দেওয়ার জন্য। এই নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বামেরা। শুভেন্দু (Suvendu Adhikari) প্রসঙ্গে সুর চড়িয়েছে তৃণমূলও। অন্যদিকে বিধানসভা ভোটের আগে, নিজের দল ঘোষণা করলেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকি (Pirzada Abbas Siddiqui)। বিজেপি (BJP) এবং তৃণমূলকে (TMC) একসঙ্গে নিশানা করেছেন তিনি। যদিও, আব্বাসের দলকে গুরুত্ব দিতে নারাজ দুই দলই। এদিকে বিশ্বের প্রথমসারির শহরে বিভিন্ন গণপরিবহণে চড়ার জন্য ট্রাভেল পাস পাওয়া যায়। এবার সেই তালিকায় জুড়ল কলকাতা শহরের নামও। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম চালু করল কলকাতা সিটি ট্রাভেল পাস ও কলকাতা ট্রাম পাস। নিগম সূত্রে খবর, একজন পর্যটক সিটি ট্রাভেল পাস নিয়ে সারাদিন বিভিন্ন বাস, ট্রাম ও লঞ্চে চড়তে পারবেন। পাশের মূল্য ১০০ টাকা।