Ananda Sakal IV: করোনা সন্দেহে অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়া নিয়ে নাটক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2021 12:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
করোনা সন্দেহে হাসপাতালে নিয়ে আসা রোগীকে কেন্দ্র করে টানটান নাটক বেলেঘাটা Beliaghata ID Hospital হাসপাতালে। করোনা সন্দেহে নিয়ে আসা হয় ব্রিটিশ অভিনেত্রী বনিতা সান্ধুকে (Banita Sandhu)। কিন্তু তিনি কিছুতেই গাড়ি থেকে নামবেন না। শেষ পর্যন্ত পুলিশি প্রহরায় অভিনেত্রীকে আনা হয় Medica hospital হাসপাতালে। দূতাবাসের মধ্যস্থতায় ভর্তি করা হয় বেসরকারি হাসপাতালে। বলিউডে অক্টোবর ছবি দিয়ে ডেবিউ করেছিলেন বনিতা সান্ধু। অন্যদিকে পাণ্ডবেশ্বরে তৃণমূল উপ প্রধানের বাড়িতে বোমাবাজি। সোমবার রাতে বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা বলে অভিযোগ করেছেন TMC উপ প্রধান। BJP-র দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। হামলার কারণ খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে (Aus Vs Ind) ফের ধাক্কা খেল ভারত। চোটের কারণে টেস্ট সিরিজ (India Australia Test Series) থেকে ছিটকে গেলেন কে এল রাহুল (KL Rahul)। প্র্যাকটিসের সময় নেটে ব্যাটিং করতে গিয়ে বাঁ কব্জিতে (Left Wrist Injury) চোট পান কর্ণাটকের ব্যাটসম্যান। জানানো হয়েছে, বাকি দুটি টেস্টে খেলবেন না তিনি। চোট পাওয়ার পর, রাহুলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)।