Ananda Sakal IV: কলকাতা থেকে কাঁথি, বনধ ঘিরে ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2021 01:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বামেদের ডাকা বনধের সমর্থনে সল্টলেকের করুণাময়ী মোড় (Karunamoyee) থেকে সেক্টর ফাইভ (Sector V) পর্যন্ত বনধের সমর্থনে রাস্তা অবরোধ করেছেন বাম কর্মী-সমর্থকরা। অন্যদিকে একইরকম ছবি সন্তোষপুরেও। সুকান্ত সেতুর ওপরে চলছে অবরোধ। বক্তব্য রাখছেন সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। পথ অবরোধ করে চলছে বিক্ষোভ। পাশাপাশি কোচবিহারে বনধের জেরে গ্রেফতার ৫ কংগ্রেস কর্মী। অন্যদিকে কেষ্টপুরে বনধ সমর্থকরা অবরোধ করেছে। পাশাপাশি শিলিগুড়ি, কাঁথি সর্বত্র বনধের সমর্থনে হচ্ছে বিক্ষোভ।