Ananda Sakal IV: ‘আমরা স্যরের অনুগামী’, রবীন্দ্রনাথ ভট্টাচার্যের সমর্থনে সিঙ্গুর জুড়ে পোস্টার, 'দল বদলের কোনও প্রশ্ন নেই', পাল্টা মাস্টারমশাই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2020 11:59 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিজেপিতে যোগদানের পর ৭ জানুয়ারি প্রথমবার নন্দীগ্রাম যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরদিন অর্থাৎ ৮ জানুয়ারি নন্দীগ্রামে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। কিন্তু সোমবার তৃণমূলের তরফে জানানো হয়, ৭ জানুয়ারি নন্দীগ্রামের সভায় যোগ দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অবশ্য এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। 'ভয় পেয়েছেন দিদিমণি', কটাক্ষ দিলীপ ঘোষের। পাশাপাশি শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়রা (Rajib Banerjee) বেসুরো মন্তব্য করার পরই তাঁদের নামে পড়েছিল পোস্টার। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর তাঁর নামেও হুগলির একাধিক জায়গায় পোস্টার দেওয়া হয়েছে। যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। সিঙ্গুরের তৃণমূল বিধায়ক অবশ্য নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেছেন, "আমার অনুগামী বলে কেউ প্রচার করলে, আমি গর্ব অনুভব করছি। দল বদলের কোনও কথা উঠছে না''।